বঙ্গোপসাগরের পাদদেশে পটুয়াখালীর নিম্ন অঞ্চলের বুক চিরে গড়ে উঠেছে শত শত নদীর অববাহিকা।বিস্তীর্ন অববাহিকাকে কেন্দ্রকরে জেগে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপাঞ্চল। নব গঠিত রাঙ্গাবালী উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত চালিতাবুনিয়া ইউনিয়ন। এককালে এই ক্ষুদ্র ইউনিয়নটি বৃহত্তর বড়বাইশদিয়া ইউনিয়নের সাথে সংযুক্ত ছিল। তৎকালীন সময়ে বড়বাইশদিয়া ইউনিয়নের বুকচিরে প্রবাহিত হয়েছে আগুনমুখা নদী। কালের পরিক্রমায় তীব্র স্রোত প্রাবাহের ফলে এই নদী প্রশস্ত থেকে প্রশস্ততর হতে থাকে। সুষ্ঠ যাতায়ত ও যোগাযোগ ব্যাবস্থা না থাকার কারনেই ইউনিয়নটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। নদীর পূর্ব তীরে বড় বাইশদিয়া ও পশ্চিম উপকূলকে কেন্দ্র করে গড়ে ওঠে চালিতাবুনিয়া ইউনিয়ন।
১) ইউনিয়নের নাম – ৫ নং চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ।
২) আয়তন – ২৩.৩৬ (বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা – ১০৫০৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
৪) গ্রামের সংখ্যা – ০৭ টি।
৫) গ্রাম সমূহের নাম –
১) চালিতাবুনিয়া
২) মরাজাংগী
৩) গোলবুনিয়া
৪) বিবির হাওলা
৫) চিনাবুনিয়া
৬) চরলতা
৭) চর আগুনমুখা
৬) মৌজার সংখ্যা – ০৬ টি।
১) চালিতাবুনিয়া
২) মরাজাংগী
৩) গোলবুনিয়া
৪) বিবির হাওলা
৫) চরলতা
৬) চর আগুনমুখা
৭) হাট/বাজার সংখ্যা - ০১ টি।
৮) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – খেয়া, ট্রলার, ও লঞ্চ।
৯) শিক্ষার হার – ৩৪.৭৮% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
১০) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩ টি,
১১) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৩ টি,
১২) মাধ্যমিকবিদ্যালয়ঃ ০১ টি
১৩) মাদ্রাসা- ০১ টি।
১৪) মসজিদ-২৫
১৫) মন্দির-১ টি
১৬) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
১৭) ঐতিহাসিক/পর্যটন স্থান – চরলতা বাধ
১৮) দায়িত্বরত চেয়ারম্যান – মোঃ ফজলুর রহমান হাওলাদার
১৯) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৯২ইং।
২০) নব গঠিত পরিষদের বিবরণ –
ক) শপথ গ্রহণের তারিখ – ১৯/০৫/২০১১ ইং
খ) প্রথম সভার তারিখ – ২৫/০৫/২০১১ ইং
গ) মেয়াদ উর্ত্তীনের তারিখ- ১৯/০৫/২০১৬ ইং
২১) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউআইএসসি পরিচালক- ২ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস