প্রতিষ্ঠার ইতিহাসঃ বর্তমান চালিতাবুনিয়া ইউনিয়ন বড়বাইশদিয়া ইউনিয়নের বৃহত্তর ১ নং ওয়ার্ড ছিল। ১৯৯১ সনে এটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী একটি স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে এবং তখন ছিল গলাচিপা উপজেলঅর ১৩ নং ইউনিয়ন। ২০১৩ সালের রাঙ্গাবালী থানা উপজেলার মর্যাদা লাভ করলে এটি রাঙ্গাবালী উপজেলার ৫ নং ইউনিয়ন হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নামকরণঃ চালিতাবুনিয়া নামকরণের সঠিক কোন লিখিত ইতিহাস খুজে পাওয়া যায়নি এখোনে পর্যন্ত তবে লোক মুখে প্রচলিত তথ্যে পাওয়া যায় এ এলাকাটির জনবসতির সময়কাল আনুমানিক ২০০ বছর। তার পূর্বে এটি নদী বক্ষে জেগে ওঠ নতুন চর হিসেবে অনাবাদী ও ঘন বনাঞ্চল ছিল। যার মধ্যে চালিতা গাছের আধিক্য ছিল। এ চালিতা গাছের আধিক্যের কারনে এটি প্রথমে চালিতা বন এবং পরে পরিবর্তিত উচ্চারনে ইহা চালিতাবুনিয়া নাম ধারণ করে বলে জানা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস